ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে নছিমনের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
মাগুরায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে নছিমনের চালক নিহত

মাগুরা: ঢাকা-ঝিনাইদহ মহাসড়কে নছিমন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক হাকিম মোল্যা (২৫) নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়াডের আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চাচা হাকিম মোল্ল্যা  রামনগর ইটভাটা থেকে ইট নিয়ে ইছাখাদা এলাকায় যাচ্ছিলো। তখন আবালপুর এলাকায় আসলে ঝিনাইদহ থেকে ছেড়ে আশা আকিজ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, মাগুরার আবালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছেন। খবর পেয়ে মাগুরা থানা পুলিশ মরদহটি উদ্ধার করে। এছাড়া আকিজ কোম্পানির কাভার্ডভ্যান আটক রয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।