ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মতিঝিলের সাতটি থানায় অত্যাধুনিক অস্ত্র নিয়ে পুলিশের প্রহরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
মতিঝিলের সাতটি থানায় অত্যাধুনিক অস্ত্র নিয়ে পুলিশের প্রহরা

ঢাকা: মতিঝিল ডিভিশন এলাকায় ৭টি থানায় বালুর বস্তা দিয়ে বাংকার তৈরি করে দিয়ে সেখানে পুলিশ ডিউটি করছে। নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মতিঝিল ডিভিশনের ডিসি সৈয়দ নজরুল ইসলাম জানান।

সোমবার (১২ এপ্রিল) রাতে তিনি আরো জানান, মতিঝিল ডিভিশনের সাতটি থানায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সবুজবাগ সহ মতিঝিল ডিভিশনের সকল থানায় একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তো আপনারা দেখেছেন। সেই কারণেই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে বালুর তৈরি সেই বাংকারে করে ২৪ ঘণ্টা পুলিশ ডিউটি করবে।

এছাড়া তিনি আরও জানান, থানা ভিত্তিক যতগুলো পুলিশ ফাড়ি আছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।