ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে গাঁজাসহ দম্পতি আটক, কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
ভৈরবে গাঁজাসহ দম্পতি আটক, কারাদণ্ড ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় তিন কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে আটক দম্পতিকে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মোক্তার মিয়া (৪৫) ও স্ত্রী রুমা বেগম (৪০)।

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন নাথসহ অন্যরা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আশুগঞ্জ থেকে গাঁজা নিয়ে ভৈরব বাজার নৌকাঘাট হয়ে নরসিংদী যাচ্ছিলেন মোক্তার ও রুমা দম্পতি। গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ভৈরব বাজারের নদীর পাড় এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের আটক দু’জনকে হাজির করা হলে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১ 
এসআরএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।