ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনে শ্রমজীবীদের খাদ্য নিরাপত্তার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
লকডাউনে শ্রমজীবীদের খাদ্য নিরাপত্তার দাবি

ঢাকা: করোনাকালীন লকডাউনে শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, মজুরি, বোনাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি করেছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম সাত্তার ও সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন।

নেতারা মহামারিকালীন লকডাউনের সময় গার্মেন্টস, দোকান-কর্মচারীসহ শিল্প শ্রমিকদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা, মজুরি, বোনাস নিশ্চিত করা, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কালোবাজারি রোধ করার আহ্বান জানান।  

অপুষ্টি, দুর্ভিক্ষ, মহামারি অবস্থায় পৌঁছার আগেই কর্মহীন দরিদ্র মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়ার জোর দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad