ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ১ লাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
গোপালগঞ্জে ১ লাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু  ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক লাখ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মাস্কবিহীন লোকদের মধ্যে মাস্ক বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।

 

এ কর্মসূচির আওতায় জেলা জুড়ে ৬৭ ইউনিয়ন ও চার পৌরসভায় একযোগে এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং মাস্ক বিতরণে সাহায্যকারী রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিসি শাহিদা সুলতানা বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এটি একটি প্রতীকী কর্মসূচি। সোমবার একযোগে জেলার প্রতিটি ইউনিয়নের ও পৌরসভায় মাস্ক বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি আগামীতেও চলামান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।