ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রমজীবী ও দরিদ্রদের নগদ অর্থ ও খাদ্য সহায়তার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
শ্রমজীবী ও দরিদ্রদের নগদ অর্থ ও খাদ্য সহায়তার দাবি

ঢাকা: শ্রমজীবী ও দরিদ্রদের আপদকালীন নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার দাবি করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

সোমবার (১২ এপ্রিল) জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক ও শ্রমজীবী মানুষের সংখ্যা শতকরা ৮৫ শতাংশ। এরা তাদের আয়ের অর্থ দিয়ে শুধু নিজেরাই বাঁচেন না, গ্রামীণ অর্থনীতিকেও সচল রাখেন। দেশের এ্ই প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা অর্জনের পথ বন্ধ হয়ে গেলে কঠিন সংকটে নিপতিত হবেন। পরিস্থিতি মোকাবিলা ও সংকট উত্তরণে তাদের জরুরি খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া প্রয়োজন।

বিবৃতিতে নেতারা বলেন, গার্মেন্টস মালিকরা নিজেদের স্বার্থে কঠোর লকডাউনেও কারখানা খোলা রেখে শ্রমিকদের দিয়ে কাজ করানোর যে আবদার করছেন তা শুধু অমানবিকই নয়, বিবেক বর্জিত নিষ্ঠুর মানসিকতার বহিঃপ্রকাশ।

করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা পাওয়ার অগ্রাধিকার ও বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।