ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজার শহরে অগ্নিকাণ্ড

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
মৌলভীবাজার শহরে অগ্নিকাণ্ড মৌলভীবাজার চৌমুহনায় আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে মৌলভীবাজার শহরের চৌমুহনার একটি ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১১ এপ্রিল) বিকেলে প্রাইম হার্ডওয়্যারের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রাজন আহমদ বলেন, যখন আগুন লাগে তখন প্রচণ্ড শব্দ হচ্ছিল। এটি শহরের সবচেয়ে জনবহুল ও এলাকা। যদি আগুন আশপাশে ছড়িয়ে পড়তো, তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেত।

স্থানীয় ব্যবসায়ী রাসেল আহমদ বলেন, আগুন যদি নিচ তলায় চলে আসতো তাহলে আমাদের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে যেতো।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মারুফ মিয়া বাংলানিউজকে বলেন, নিচতলার পুড়োটাই মার্কেট ছিলো। যদি আগুন নিচে ছড়িয়ে পরতো তা হলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতো। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ