ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নারীসহ ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নারীসহ ৫ জনের মৃত্যু

চাঁদপুর: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট ও চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও আইসোলেশন ইউনিট থেকে এ তথ্য জানানো হয়।

মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর শহরের মাদরাসা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৩), চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের মজিবুর রহমান (৬৫), হাজীগঞ্জ উপজেলার কাশিমাবাদ প্রতাপুর গ্রামের মোতাহার (৭০), কচুয়া পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারী আবদুল মতিন (৫০) ও চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনোয়ারা বেগম (৮০)।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে জানা যায়, সিরাজুল ইসলাম রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় নেওয়ার পথে মারা যান। মজিবুর রহমান শনিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় আইসোলেশন ইউনিটে মারা যান। মোতাহার হোসেন ঢাকায় নেওয়ার পথে ৫টা ৪৫ মিনিটে মারা যান। আবদুল মতিন শনিবার রাত ১০টায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান। আনোয়ারা বেগম রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় আইসোলেশন সেন্টারে মারা যান। মৃত ব্যক্তিরা অসুস্থ হলে গত ৩১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে করোনা পরীক্ষার নমুনা দেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বাংলানিউজকে বলেন, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে চলতি এপ্রিল মাসের ১১ তারিখ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে করোনায় আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এক বছরে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২২০৩১টি। এরমধ্যে পজিটিভ রিপোর্ট ৩৫০৬টি। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৯৩৮ জন। চিকিৎসাধীন রোগী ৪৮৮ জন। বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রোগী ৩৭ জন। করোনা শনাক্ত হয়ে আজকে নতুন ভর্তি হয়েছেন ১০ জন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।