ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কচুয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
কচুয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগেরহাট: পাটজাত মোড়ক ব্যবহার না করায় বাগেরহাটের কচুয়া উপজেলায় চার চাল ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বাধালবাজার ও সাইনবোর্ড বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে জানান, পাটজাত পণ্য ব্যবহার না করা ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় বাধাল বাজারের চাল ব্যবসায়ী অপূর্ব দাসকে ৫০ হাজার টাকা ও বিনয় কুমারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে সাইনবোর্ড বাজারের চাল ব্যবসায়ী হায়দার ও গফ্ফারকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।