নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) রাতে মদনপুরের আন্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মদনপুরের তোতা মিয়ার ছেলে আলিম ও সেলিমের সঙ্গে জুয়েল এবং সোহেলের এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে বুধবার রাতে মদনপুরে জুয়েলকে ছুরিকাঘাত করে আলিম ও সেলিমসহ আরো কয়েকজন যুবক। পরে স্থানীয়রা জুয়েলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, এক যুবক নিহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
আরআইএস