ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১২, এপ্রিল ৮, ২০২১
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

পিরোজপুর:  পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মসজিদের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আ. আজিজ শিকদার (৫৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু  হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) উপজেলার গাবগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আজিজ শিকদার ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের কাশেম আলী শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, মুয়াজ্জিন আজিজ তার নিজ বাড়ির জামে মসজিদে বুধবার মাইকে মাগরিবের আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে ছিলেন। পরে নামাজ পড়তে এসে মুসল্লিরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, শিকদার বাড়ি মসজিদে আযান দিতে গিয়ে আজিজ শিকদার নামে এক মুয়াজ্জিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।