ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ইয়াবা বড়িসহ বাসচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
বাগেরহাটে ইয়াবা বড়িসহ বাসচালক আটক

বাগেরহাট: বাগেরহাটে ২৫০ পিস ইয়াবা বড়িসহ মো. রিপন ফকির (৩৩) নামে এক বাসচালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

বুধবার (০৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ও পরে বসতঘরের ফ্রিজের নীচ থেকে আরো ২শ পিস বড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আটক মো. রিপন ফকির বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা গ্রামের আবুল বাশারের ছেলে। গত ৬ মাস হলো তিনি বাস চালানো বন্ধ করে বাড়িতে থাকতেন।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিপনকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।