ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোন বিকল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোন বিকল

ঢাকা: যে কোনো দুর্যোগ, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতায় মুহূর্ত্বের মধ্যে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদস্যরা। যে কোনো ঘটনায় তাদের ফোনের মাধ্যমে জানানো হলে ৩০ সেকেন্ডের তৈরি হন এই বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৬ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের সবগুলো ল্যান্ড ফোন বিকল হয়ে পড়েছে।

সাধারণ মানুষ জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোনে কল করে থাকে। কিন্তু সেই নম্বরগুলো সাময়িকভাবে বিকল রয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিলা সেলের কর্মকর্তা শাজাহান সিকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, সার্বক্ষণিক যোগাযোগে জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের যে ল্যান্ড ফোনগুলো সাময়িকভাবে বিকল রযেছে। তাই জরুরি সেবা পেতে বা যে কোনো দুর্যোগ-দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের সংবাদ দেওয়ার জন্য নতুন চারটি ফোন নম্বর দেওয়া হলো। যাতে মানুষ জরুরি সেবা পেতে পারেন।

নম্বরগুলো হলো- ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৯৬৮৮৮১১১১

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।