ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
গাজীপুরে সুতা তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (২০ মার্চ) বিকেলে এ আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, বিকেলে কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ইপিজেড ও ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনে টিনশেডের তৈরি কারখানার গুদাম ও তুলা তৈরির ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২১ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।