ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় নিহত ২, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় নিহত ২, আহত ৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাক্টরচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

রোববার (১৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ দুর্ঘটনার খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল ভূঞাবাড়ির আজিম উদ্দিন ভূঞার ছেলে আসাদুজ্জামান ভূঞা বাবলু (৪০) ও একই উপজেলার দামিহা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন দেলোয়ার (২০)।

আহতরা হলেন-সিএনজি চালিত অটোরিকশা চালক বাদল এবং অটোরিকশা যাত্রী পপি ও মোহাম্মদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সী বাড়ির সামনে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক্টর।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন দেলোয়ার মারা যান। এছাড়া অপর গুরুতর আহত আসাদুজ্জামান ভূঞা বাবলুকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।