ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভয়নগরে ইউপি মেম্বার হত্যা মামলায় ৩ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
অভয়নগরে ইউপি মেম্বার হত্যা মামলায় ৩ জন কারাগারে

যশোর: যশোরের অভয়নগর উপজেলার বাবুরহাট বাজারে ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার নুর আলী শেখ হত্যা মামলায় আটক ৩ আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

রোববার (১৪ মার্চ) বিকেলে ওই তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

তিনজনই ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ জবানবন্দি গ্রহণ শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জীর ছেলে মিজানুর রহমান আকুঞ্জী (৩৪), শুভরাড়া গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজী (২২) ও মিজান গাজী (২৬)।

গত শুক্রবার গভীর রাতে রানাগাতি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে র‌্যাব।

গত ৭ মার্চ রাতে অভয়নগর উপজেলার বাবুরহাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে মারা যান শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর নুর আলী শেখ। এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ছেলে ইব্রাহিম। এই ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় ওই তিনজনকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ইউজি/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।