ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিকনিকের আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
পিকনিকের আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ গ্রেফতার চার মাদক ব্যবসায়ী

রাজশাহী: রাজশাহীতে পিকনিকের আড়ালে চলে মাদকদ্রব্য কেনাবেচা। গোপন সংবাদের ভিত্তিতে নতুন এই মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মহনগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আকাশ ওরফে আক্কাসের স্ত্রী কাকলি (২০), মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫), আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৩২) ও তার স্ত্রী ফিরোজা বেগম (২৫)।  

অতিরিক্ত উপ-কমিশনার রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, শুক্রবার (১২ মার্চ) দিনগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় পিকনিকে মাদক কেনাবেচার দায়ে কাকলি ও আবুল হোসেনকে  গ্রেফতার করা হয়। পরে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এদিকে, শুক্রবার রাতে আরও একটি অভিযান চালায় গোয়েন্দা শাখা পুলিশ। এ সময় মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লায় থাকা রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা ও তার স্ত্রী ফিরোজা বেগমকে  গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার রুহুল কুদ্দুস।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসএস/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।