ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদপুরের ট্রেনের বগি লাইনচ্যুত, চাঁদপুর-লাকসাম-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

জিএম শাহীন, চাঁদপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, সেপ্টেম্বর ১৫, ২০১০

চাঁদপুর : চাঁদপুর থেকে লাকসামগামী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর-লাকসাম-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

চাঁদপুর থেকে লাকসামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি বলাখাল স্টেশনের কাছাকাছি যাওয়ার পর বুধবার রাত সাড়ে ৯টায় একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আলী আজম জানান, বুধবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর থেকে লাকসামগামী ১৭৩ আপ যাত্রীবাহি ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি বলাখাল স্টেশনের কাছাকাছি এলে একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি মালবাহি হওয়ায় এতে কেউ হতাহত হয়নি। এই ঘটনার পর থেকে চাঁদপুর- লাকসাম-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।