ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

'৭ মার্চের ভাষণ প্রতিটি সাধারণ মানুষকে লড়াকু করেছে'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
'৭ মার্চের ভাষণ প্রতিটি সাধারণ মানুষকে লড়াকু করেছে' ৭ মার্চের ভাষণ প্রতিটি সাধারণ মানুষকে লড়াকু করেছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি কথা মানুষকে উদ্বুদ্ধ করে।

এই ভাষণই বাঙালির স্বাধীনতা এনে দিয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ (ভাসানী) আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন।  

ন্যাপ চেয়ারম্যান এমএ ভাসানীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অধ্যাপক নীম চন্দ্র ভৌমিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, জয় বাংলা মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান, দেশ ও জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।  

অধ্যাপক নীম চন্দ্র ভৌমিক বলেন, বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ৭ মার্চের ভাষণ প্রতিটি সাধারণ মানুষকে বিপ্লবী লড়াকু করেছে। এটা শুধু বাঙালির নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
টিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।