ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত দুর্ঘটনার স্থান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোনায়েম (৬০) নামে শিল্প পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

রোববার (০৭ মার্চ) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোনায়েম শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল হক বাংলানিউজকে জানান, রাতে সরকার মার্কেট এলাকায় ডিউটিতে ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।