ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পায়রা সেতু থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
পায়রা সেতু থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু

পটুয়াখালী: বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ তদারকির সময় নিচে পড়ে গিয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান প্রকল্পের সার্ভেয়ারের সহকারী ছিলেন। এসময় পায়রা সেতুর ওপর কংক্রিট লেবেল করা হচ্ছিল। তখন এক স্থান থেকে অন‌্য স্থানে যাওয়ার সময় মোস্তাফিজ নিচে পড়ে যান।

মোস্তাফিজের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর গ্রামে বলে নিশ্চিত করেন পায়রা সেতু প্রকল্পের উপ-প্রকল্প ব‌্যবস্থাপক কামরুল হাসান।

তিনি জানান মোস্তাফিজ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।