ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ কোটি টাকার আইস মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ কোটি টাকার আইস মাদক উদ্ধার ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন আইস মাদক

ঢাকা: টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ কেজি ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন আইস মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধার হওয়া এসব আইস মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।

বুধবার (৩ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ কেজি ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন আইস মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের একটি দল।

অধিদফতরের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।