ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোদীর সফরে কানেক্টিভিটি গুরুত্ব পাবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২, ২০২১
মোদীর সফরে কানেক্টিভিটি গুরুত্ব পাবে শাহরিয়ার আলম

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

মঙ্গলবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

শাহরিয়ার আলম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সামনে রেখে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন।

প্রতিমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া ভারত থেকে আমাদের প্রচুর কাঁচামাল আসে। এই মালামালের জন্য আমদানি রপ্তানি বাধা দূর করার বিষয়ে আলোচনা হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরেই তাদের প্রধানমন্ত্রী আসছেন। সে কারণে পানির আলোচনা আমরা সে সময়ের জন্যই রেখে দেই।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে বলে আশা করছি।

ভারতের প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে আগামী ৪ মার্চ ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad