ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর ভাঙা মামলায় ইউপি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০২১
প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর ভাঙা মামলায় ইউপি সদস্য আটক

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মানাধীন ঘরের বেশকিছু পিলার ও ১টি ঘরের দেয়াল ভেঙ্গে ফেলার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (০১ মার্চ) বিকেল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ওই উপজেলার চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দীপু দত্ত, প্রকল্পের ঠিকাদার রাম প্রসাদ মন্ডল, লেবার সর্দার ইমরান সিকদার, মো সাদিক শেখ এবং মিশকাত মোল্লা।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরালে ভুমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ১০০ ঘর নির্মাণ করছে সরকার।  

গত ২১ ফেব্রুয়ারি রাতে ওই নির্মানাধীন ঘরের ২৬টি পিলার ও একটি ঘরের দেয়াল ভাংচুরের ঘটনা ঘটে।  

পরদিন চাখার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  

এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।