ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জের শাহবাজপুরে পাঁচটি বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২১
শিবগঞ্জের শাহবাজপুরে পাঁচটি বাড়ি পুড়ে ছাই পুড়ে যাওয়া ঘর। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সোমবার (০১ মার্চ) বিকেলে আগুন লেগে পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এসময় দক্ষিণ চাঁদপুর গ্রামের কফুলের ছেলে গাজলু ও ফারুক হোসেন এর চারটি ঘর, রফিনা বেগমের একটি, হাশিম উদ্দিনের ছেলে আবেদ আলির একটি ও শাহজাহানের দুটি ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিস, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা। ক্ষতিগ্রস্তরা সবাই নিম্নবিত্ত পরিবারের লোকজন হওয়ায় সহযোগিতা কামনা করেছেন তারা।

এ সময় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।