ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটের বিশ্বনাথে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জানুয়ারি ২৭, ২০১২

সিলেট : সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তি উপজেলার মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে ফুল মিয়া (৩০)।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বাংলানিউজকে বলেন, ‘গত রাতে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়। সুরহাল রিপোর্ট অনুযায়ী গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার নমুনা পাওয়া গেছে।

লাশের পেছনে হাত বাঁধা অবস্থায় ছিল। সন্দেহজনক কয়েকজনকে গ্রেফতার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।