ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা পরিস্থিতির অবনতি

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

টাঙ্গাইল : যমুনার পানি বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।

জানা হেছে, ভূঞাপুরের নলিন পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।



ফলে এরই মধ্যে উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী, নিকরাইল ও ফলদার ইউনিয়নের ২০  গ্রাম তলিয়ে গেছে। প্রায় ৫ হাজার পরিবার বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

এদিকে, নতুন করে যমুনার ভাঙনে গাবসারা ইউনিয়নের রাজাপুর, ডিগ্রির চড় ও উত্তর নূরপুর গ্রামের দু’শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বাংলানিউজকে জানান, তার ইউনিয়নের চর অঞ্চলের ৯০ ভাগ বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেলেও সেখানে কোনো ত্রাণ পৌঁছেনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু হানিফ জানান, বন্যার পানিতে উপজেলার ২ হাজার এক শ’ ২৭ হেক্টর জমির রোপা আমন, বোনা আমন, কলাই ও সবজি তে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নিবার্হী প্রকৌশলী রিয়াজুল হাসান জানান, নলিন পয়েন্টে বন্যার পানি আগামী ২৪ ঘণ্টায় ৩ থেকে ৪৩ সেন্টিমিটার বাড়তে পারে। এতে ভূঞাপুর ও গোপালপুরে আরও কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হতে পারে।

বাংলাদেশ সময় : ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।