ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পয়েন্ট মিস করে অন্য লাইনে ‘ঢালারচর এক্সপ্রেস’!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
পয়েন্ট মিস করে অন্য লাইনে ‘ঢালারচর এক্সপ্রেস’!

রাজশাহী: এবার পয়েন্ট মিস করে অন্য লাইনে গিয়ে ফিরে এলো ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন।  

রাজশাহী রেলওয়ে স্টেশনে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে।

পরে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে ট্রেনটি পেছনে এসে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক একটি তদন্ত কমিটির করার নির্দেশ দিয়েছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জরুরি সভায় ভারতে অবস্থান করছেন। বিষয়টি আমরা শুনেছেন।

স্টেশন কর্তৃপক্ষকে বলা হয়েছে তদন্ত কমিটি গঠন করতে। একই সঙ্গে দ্রুত জানাতে এ ঘটনা কী কারণে ঘটলো।  

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের অপর লাইনে ঢুকে পড়ে ট্রেনটি। ট্রেন চালক সামনে রেললাইন না দেখে বাড়ি-ঘর দেখে বিষয়টি বুঝতে পারেন ট্রেন ভুলপথে প্রবেশ করেছে। এতে চালক ট্রেনটি থামিয়ে দেন।

আবার ট্রেনটি স্ট্রেশনে ফিরে আসে। পরে পয়েন্ট ঠিক করেন রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্মীরা। দ্রুত এক ব্যক্তি পরে ট্রেন ছাড়ার অনুমতি নিয়ে চালককে দেন।  

বিষয়টি জানতে চাইলে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, তিনি ঘটনাটি মাত্রই শুনেছেন। এখনো বিস্তারিত কিছুই জানেন না। কর্মকর্তারা বিষয়টি জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।