ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিখোঁজের ৪ দিনপর ইন্দুরকানীতে শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
নিখোঁজের ৪ দিনপর ইন্দুরকানীতে শ্রমিকের মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজের ৪ দিনপর মোহাম্মাদ উল্লাহ (১৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা    হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলারন এলাকার কচা নদী থেকে মরদহেটি উদ্ধার করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কলারন চন্ডিপুর এলাকায় কচা নদীর মোহনা এলাকায় জাহাজটি নোঙ্গরের সময় সে জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শাহ আমানত-১ রাবেয়া শিপিংয়ের কয়লাবোঝাই ওই জাহাজটি মোংলা বন্দর থেকে মোল্লারহাট যাওয়ার জন্য ওই দিন সকালে কচা নদীর মোহনায় আসেন।  জাহাজটি ওই নদীতে নোঙর করার সময় শ্রমিক মোহাম্মাদ উল্লাহ জাহাজ থেকে ছিটকে নদীতে পড়ে যান। পরে জাহাজের শ্রমিকরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজ জাহাজ শ্রমিক মোহাম্মাদ উল্লাহ নড়াইল জেলার সদর উপজেলার বাবুনগর গ্রামের নাজমুল হক মোল্লার ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।