ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
আখাউড়ায় ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিদ্দিক মিয়া (৮০) নামে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছিদ্দিক ওই গ্রামের মৃত নূর বকসের ছেলে। তবে তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বাংলানিউজকে জানান, ছিদ্দিক অনেক আগেই ভারতে চলে যান। তিনি ভারতেই স্থায়ীভাবে থাকতেন। সম্প্রতি তিনি দেশে আসেন। ছিদ্দিকের দুই ছেলে ভারতে এবং দুই ছেলে থাকেন বাংলাদেশে। দুই ছেলের সঙ্গে দেখা করতেই তিনি দেশে আসেন। বুধবার ভোরে তার ঘরে ঢুকে দেখি পাখার সঙ্গে ঝুলছে ছিদ্দিকের মরদেহ।

প্রাথমিকভাবে ছিদ্দিক আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। মরদেহটি বিকেলে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad