ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

শফিক জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

জামালপুর: জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে এখনো বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

যমুনার পানি বৃদ্ধি স্থিতিশীল থাকলেও ব্র‏হ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সরিষাবাড়ি ও মেলান্দহ উপজেলার বেশকিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে । সরিষাবাড়ি উপজেলার পিংনা, আওনা, সাতপোয়া ও পোগলদিগা ইউনিয়নের ২৫টি গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে।  

বন্যাকবলিত মানুষ বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলায় ১৭ হাজার হেক্টর রোপা আমন, বীজতলা, আখসহ মৌসুমী ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।