ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যশোরে সরকারি রাস্তার ৩শ’ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বেনাপোল (যশোর): যশোর জেলা পরিষদের মালিকাধীন সরকারি রাস্তার পাশের প্রায় ৩শ’ গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কেটে নেওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সদর, শার্শা, অভয়নগর, বাঘারপাড়া, মনিরামপুর ও চৌগাছা উপজেলার বিভিন্ন সড়কের পাশে লাগানো ১২ লাখ ৬৮ হাজার ৪শ’ টাকার রেন্ট্রি, শিশু, মেহগনি, বাবলা, কড়ই, তাল, আম, গামারি গাছ কেটে নেওয়া হয়েছে। কয়েকটি গাছ উদ্ধারও করা হয়েছে।

গাছ কেটে নেওয়ার ঘটনায় জেলা পরিষদের আইন উপদেষ্টা মোশাররফ হোসেন সংশ্লিষ্ট থানায় ৪৩ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন শার্শার রেলবস্তির আব্দুর রাজ্জাক, জামান মাহমুদ, রঘুনাথপুরের আবুল কাসেম, বালুয়ার আকিমুল, মেরুনুর হোসেন, সফি, মেঠোপাড়ার মাওলা বক্স, ডাবলু, ঝিকরগাছার মঠবাড়িয়ার উজ্বল, মনি, সাদির আলীর আবুল কাসেম। এসব আসামীসহ এজাহার নামীয় অন্য আসামী ও অজ্ঞাত আসামীদের ব্যাপারে পুলিশি তদন্ত চলছে।

বাংলাদেশ সময় ১৬৩৬ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।