ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে আগুনে পুড়ে গেছে ১৬ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

এম আর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

মাদারীপুর: জেলার শিবচর উপজেলায় ভয়াবহ আগুনে ১০টি দোকান সম্পূর্ণ এবং ছয়টি দোকান আংশিক পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।



উপজেলার ভাঙ্গা-কাওড়াকান্দি মহাসড়কসংলগ্ন বন্দরখোলা বাজারে বুধবার দুপুর দেড়টার দিকে আগুন লাগে।

বাজারের থান কাপড় ব্যবসায়ী বাবুল খলিফা বাংলানিউজকে বলেন, ‘আলকাছ ফরাজীর গার্মেন্টের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের শাড়ির দোকান, সিলভারের হাঁড়িপাতিলের দোকান, মুদি দোকান, ইলেকট্রনিক্সের দোকানসহ ১০টি দোকান সম্পূর্ণ ও ছয়টি আংশিক পুড়ে যায়। ’

ব্যবসায়ীদের দাবিকৃত প্রায় ৩০ লাখ টাকা ক্ষতির বিষয়টি সমর্থন করে বাংলানিউজকে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে নিশ্চিত করেন পাচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম।

তিনি জানান, পুলিশ ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।