ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সনজীদা খাতুনের পদ্মশ্রী প্রাপ্তির অর্জন সমগ্র বাঙালির: ছায়ানট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
সনজীদা খাতুনের পদ্মশ্রী প্রাপ্তির অর্জন সমগ্র বাঙালির: ছায়ানট

ঢাকা: ভারত সরকার কর্তৃক বাংলাদেশের সঙ্গীতজ্ঞ সনজীদা খাতুনের পদ্মশ্রী প্রাপ্তিকে সমগ্র বাঙালির এবং বাংলাদেশের মানুষের অর্জন।

সোমবার (২৫ জানুয়ারি) ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

>>>পদ্মশ্রী খেতাব পেলেন সনজীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী জহির

বিবৃতিতে লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট সভাপতি সনজীদা খাতুন ভারতের অসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেছেন। তার এই অর্জনে ছায়ানট গৌরব বোধ করছে। এই অর্জন তার আজীবন শুদ্ধ সংস্কৃতি-সাধনার স্বীকৃতি।

তিনি আরো বলেন, তিনি একাধারে লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ, শিক্ষক ও শিল্পী। ছায়ানটের প্রতিষ্ঠাকাল থেকে এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক ভিত তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। এখন পর্যন্ত তার প্রজ্ঞা আমাদের পথনির্দেশনা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ডিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad