ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরাণীগঞ্জে ৮ জুয়াড়ি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
কেরাণীগঞ্জে ৮ জুয়াড়ি আটক 

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে আট জুয়াড়ি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- সুজন কবিরাজ (৪০), আনোয়ার হোসেন (৩৭), বাপ্পি (২৮), আনোয়ার হোসেন (৫০), সুরুজ (৫০), মোকলেছ হাওলাদার (৪৫), জয়নাল সরকার (৪৫) ও আবু সাহেদ (৬০)।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার রোড আখার মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বেডশিট, চার সেট জুয়া খেলার কার্ড (তাস), সাতটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আসামিদের বিরুদ্ধে  মামলা করা হয়েছে বলে জানান মেজর শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএমআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।