ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আশুলিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন পুকুরে বিষ দিয়ে মাছ নিধন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ইজারাকৃত একটি পুকুরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।  

রোববার (২৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার শিমুলিয়ার কাছৈর বাগেনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সকালেই ভুক্তভোগী পুকুরের ইজারাদার আব্দুল খালেক আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, এক বছর আগে মাছ চাষের জন্য শিমুলিয়ার কাছৈর বাগেনতলা এলাকায় ৫০ শতাংশ একটি পুকুর ইজারা নেন আব্দুল খালেক। শনিবার (২৩ জানুয়ারি) রাতে পুকুরে সেচ দিয়ে বাড়ি চলে আসেন তিনি। রোববার সকালে পুকুরে গিয়ে দেখতে পান সব মাছ মরে পানির ওপর ভাসছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস খান বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad