ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিকার তালিকা তৈরি নিয়ে ১৫ নাগরিকের বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
টিকার তালিকা তৈরি নিয়ে ১৫ নাগরিকের বিবৃতি

ঢাকা: করোনা ভ্যাকসিনের তালিকা প্রণয়ন বিষয়ে বিবৃতি দিয়েছেন ১৫ জন বিশিষ্ট নাগরিক।

শনিবার (২৩ জানুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য হানিফ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বিবৃতি দেন।

বিবৃতিদাতারা হলেন— অধ্যাপক অনুপম সেন, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, ডা. সারোয়ার আলী, ফেরদৌসি মজুমদার, মামুনূর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, মিনু হক, হাসান আরিফ, মিলন কান্তি দে, কামাল পাশা চৌধুরী, কামাল বায়েজিদ, মিজানুর রহমান, আহকামউল্লাহ্ এবং বিশ্বজিৎ রায়।

বিবৃতিতে তারা বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য যে তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে নানা প্রশ্নের উদ্রেক করেছে। বিস্ময়কর ব্যাপার হলো এই তালিকার কোনো পর্যায়ে শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের নাম নেই, যা ইতোমধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। করোনা ভ্যাকসিনের তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট দপ্তরকে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা আরও বলেন, আমরা মনে করি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সব বয়সের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে। এর বাইরে দেশের সব নাগরিকই করোনা সংক্রমণে সমান ঝুঁকিতে রয়েছে। শ্রেণি-পেশা নয়, বয়স বিবেচনায় দেশের সব নাগরিককে পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন দেওয়াই হবে মানবিক এবং যুক্তিযুক্ত। এর বাইরে পক্ষপাতদুষ্ট যে কোনো তালিকা প্রণয়ন সরকারের সামগ্রিক সাফল্য ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
ডিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।