ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ১৪৬ ঘর পাচ্ছে ভূমি-গৃহহীন পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
মাদারীপুরে ১৪৬ ঘর পাচ্ছে ভূমি-গৃহহীন পরিবার ...

মাদারীপুর: মাদারীপুরে ১৪৬টি ঘর পাচ্ছেন ভূমি ও গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মধ্যে এ ঘরগুলোর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় প্রথম ধাপে ৯৮৮টি ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে ১৪৬টি ঘর নির্মাণকাজ শেষ হয়েছে যা শনিবার গৃহ ও ভূমিহীন ১৪৬টি পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। ঘরগুলোর মধ্যে জেলার সদর উপজেলায় রয়েছে ২৫টি, শিবচরে ৫৮টি, রাজৈরে ২৮টি ও কালকিনিতে ৩৫টি।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, শনিবার সকালে জেলার চারটি উপজেলায় গৃহহীন ১৪৬টি পরিবারকে ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন। এর মধ্য দিয়ে জেলায় ভূমি ও গৃহহীন পরিবারগুলো মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৮১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।