ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৩, জানুয়ারি ২২, ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ: মধ্যরাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।



তিনি বাংলানিউজকে বলেন, মধ্যরাতের পর থেকে পদ্মানদীতে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ২টা ২০মিনিটের দিকে ঘন কুয়াশার মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে মাঝপদ্মায় ৪ থেকে ৫টি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কমালে ১৬টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।