ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরের নতুন এসপি প্রলয় কুমার জোয়ারদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
যশোরের নতুন এসপি প্রলয় কুমার জোয়ারদার প্রলয় কুমার জোয়ারদার

যশোর: যশোর জেলা পুলিশে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করবেন প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণাণয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনজ্ঞয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

একই আদেশে, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।

যশোরের বদলি আদেশ পাওয়া প্রলয় কুমার জোয়ারদার বর্তমানে নরসিংদী জেলা পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন।  

নেত্রকোনার সন্তান প্রলয় কুমার জোয়ারদার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৪তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। পুলিশ বাহিনীতে কর্মজীবনে টানা দুই মেয়াদে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বৈশ্বিক মহামারি করোনা সংকটকালে তিনি নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত থাকাকালে মানুষের বিপদে পাশে থেকে ‘সুপার হিরো’ খ্যাতি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।