ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

ঝালকাঠি: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সোহেল খলিফা (৩৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নবগ্রাম-ঝালকাঠি সড়কের বাউকাঠি-কাজীবাড়ির এলাকায় লেগুনা ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সোহেল দক্ষিণ বাউকাঠি গ্রামের জালাল খলিফার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগ্রাম থেকে অটোরিকশায় দুই যাত্রী নিয়ে ঝালকাঠি আসছিল সোহেল। বাউকাঠি-কাজীবাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ সময় পিংকি নামে এক কিশোরীসহ অপর এক যাত্রী আহত হয়।  

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত কুমার পাল জানান, অটোরিকশাচালকের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত পিংকির অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।