ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনীতে ১০ ইটভাটায় অভিযান, জরিমানা ৬০ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
গাংনীতে ১০ ইটভাটায় অভিযান, জরিমানা ৬০ লাখ

মেহেপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ১০ ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৬০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্র্যাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনভর এ অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমাণ আদালতের বিশেষ টিম।

অভিযানে উপজেলার বামন্দী, মটমুড়া, শুকুরকান্দী আকুবপুর, হোগলবাড়িয়া এলাকার তমা ব্রিকসকে ৭ লাখ টাকা, জোয়ার্দ্দার ব্রিকসকে ৬ লাখ টাকা, সমতা ব্রিকসকে ৮ লাখ টাকা, রুপসা ব্রিকসকে ৭ লাখ টাকা, এবং থ্রিস্টার ব্রিকসকে ৪ লাখ, বস ব্রিকসকে ৪ লাখ, বেস্ট ব্রিকসকে ৫ লাখ, একতা ব্রিকসকে ৬ লাখ, ভিশন ব্রিকসকে ৭ লাখ, জনতা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় র‍্যাব-৬ গাংনী এরিয়া অফিসের ডিএডি শফিকুল ইসলাম, বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইসাহাক আলী মেহেরপুর পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা উপস্থিত ছিলেন।

আতাউর রহমান জানান, অধিকাংশ ভাটায় ইট পোড়ানো হচ্ছে কাঠ দিয়ে, নেই পরিবেশ অধিদপ্ততরের ছাড়পত্র। এ ছাড়া জনবহুল এলাকায় ও আবাদী জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়। অর্থদণ্ড করার পাশাপাশি ভাটাগুলোর ইট গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, ইট প্রস্তুত ইটভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। অবৈধ ইটভাটর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।