ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
বগুড়ায় চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার আব্দুল মান্নান পোদ্দার

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চাচা চাঁন মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় ভাতিজা আব্দুল মান্নান পোদ্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে আাদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মান্নান উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের আমির আলীর ছেলে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর, ২০২০ জায়গা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে চাচা চাঁন মিয়া গুরুতর আহত হন। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে শ্যামল হোসেন বাদী হয়ে চলতি বছরের ৯ জানুয়ারি নন্দীগ্রাম থানায় ছয়জনের নামে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মান্নানকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁন মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।