ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, জানুয়ারি ৪, ২০২১
আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নামে ফেসবুকে আইডি খুলে বিভ্রান্ত করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
সোমবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় এ বিষয়ে জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।


 
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রীর নিজস্ব কোনো ফেসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।