ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রিপুরার রঘনা বাজার স্থলবন্দর ব্যবহার করতে পারেন না বাংলাদেশিরা

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

কলকাতা: ভারতের উত্তর-পূর্বের ত্রিপুরা রাজ্যের পুরাতন রঘনা বাজার স্থলবন্দরটি নানা সমস্যায় জর্জরিত। ফলে এ পথ ব্যবহার করতে পারেন না বাংলাদেশিরা।



স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ১১ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ স্থলবন্দরটি এখন শুধু ভারতীয় যাত্রীরা ব্যবহার করতে পারেন। এ বন্দরটি ব্যবহার করার জন্য বাংলাদেশিদের ভিসা দেয় না ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। একারণে বন্দরটি এখন একমুখি বন্দরে পরিণত হয়েছে।

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা সরকারকে পুরাতন রাঘনা বাজারে ইমিগ্রেশন ও প্রয়োজনীয় কর্মচারী নিয়োগের জন্য চিঠি পাঠায়। কিন্তু রাজ্য প্রশাসন গত দশ বছরে এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

ত্রিপুরার সাবেক শিল্পমন্ত্রী পবিত্র কর বিশ একর জায়গার উপর একটি ইন্টিগ্রেটেড কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নেন।   এরও কোনো অগ্রগতি নেই।

অন্যদিকে পুরাতন রাঘনা বাজার থেকে বাংলাদেশের জুরি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি খুবই সরু।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।