ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় বাড়লো

ঢাকা: জরিমানা ছাড়া সব প্রকার মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সম্প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে এর আগে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমাদানের শেষ সময় কয়েক দফা বাড়ানো হয়েছিল।

নতুন আদেশে বলা হয়, বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।