ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
হাতীবান্ধায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রশিদা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

রশিদা বেগম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী ssএলাকার আহেদুল ইসলামের স্ত্রী।  

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে জানান, মেয়ে-জামাইসহ অটোরিকশায় করে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন রশিদা বেগম। পথে মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে অটোরিকশাটির চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন রশিদা বেগম। এ অস্থথায় স্থানীয় তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।