ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারুজ্জামানের নির্দেশেই শেরপুরে সবকিছু হয়েছে: মোহন মুন্সি

জাকিয়া আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
কামারুজ্জামানের নির্দেশেই শেরপুরে সবকিছু হয়েছে: মোহন মুন্সি

শেরপুর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেরপুরে সংঘঠিত  মানবতাবিরোধী সব অপরাধের হোতা ছিলেন মোহাম্মদ কামারুজ্জামান। সোমবার সকালে শেরপুরের রঘুনাথ বাজারে কামারুজ্জামানের টর্চার সেল ঘুরিয়ে দেখানোর সময় একথা বলেন ওই সময় তার ডানহাত বলে পরিচিত মোহন মুন্সি।



শ্রী শ্রী কালিমাতার মন্দিরের কাছে এ টর্চার সেলে ও আশে পাশে যেসব হত্যা ও নির্যাতন চালানো হয়েছিলো তার বর্ণনা দিচ্ছিলেন স্বঘোষিত রাজাকার মোহন মুন্সি।

মোহন মুন্সি জানান, কামারুজ্জামান নিজেই একজন হিন্দু ধর্মাবলম্বীকে পুকুরের পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিলেন।

এসময় তিনি ওই সময় কামারুজ্জামানের ও তার নিজের কৃতকর্মের বর্ণনা দেন।

বাংলাদেশ সময় ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।