ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাবনার এসপিকে বিদায় সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ডিসেম্বর ৩১, ২০২০
পাবনার এসপিকে বিদায় সংবর্ধনা এসপিকে বিদায় সংবর্ধনা

পাবনা: বদলিজনিত কারণে পাবনার পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা এসআই আব্দুল জলিল মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে কর্মরত সময়ের বিভিন্ন পদক্ষেপ ও প্রশাসনিক দক্ষতার বিষয় তুলে ধরেন আমন্ত্রিত অতিথি ও পুলিশ কর্মকর্তারা।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সিরাগঞ্জ সংরক্ষিত নারী আসনেন সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক (ডিসি) কবির মাহামুদ, প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক আক্তার জামান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সম্পাদক সৈকত আফরোজ, কবী সোহানী হোসেনসহ জেলার সংশ্লিষ্ট সব থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বের পরে বিদায়ী এসপিকে ফুলের শুভেচ্ছাসহ নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাকে শেষবারের মতো গার্ড অব অনার দিয়ে বিদায় দেন পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।