ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘোনা সীমান্তের ভেড়ি বাঁধের উপর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে বিএসএফের আট সদস্য দলের নেতৃত্ব দেন ভারতের জয়নগর ক্যম্পের কোম্পানি কমান্ডার এন টোকো এবং বিডিআরের ছয় সদস্য দলের নেতৃত্ব দেন ভোমরা বিডিআরের কোম্পানি কমান্ডার সুবেদার কুদ্দুস।

বেলা ১০টা ৩৫ থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী এ বৈঠকে চোরাচালান, নারী-শিশু পাচার, মাদক পাচার, গরু চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সুবেদার কুদ্দুস বাংলানিউজকে জানান, ভারতের আহবানে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ কয়েকটি বিষয়ে একমত পোষণ করেছেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।